filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;
গড়িয়াঃ দক্ষিণ কলকাতা: মহানগরের একদম লাগোয়া এলাকা গড়িয়ার ঢালুয়ায় গত তিন মাস ধরে ভয়াবহ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকায় রাস্তাঘাট এতটাই বেহাল অবস্থায় রয়েছে যে, কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে গোটা এলাকা।
আরও পড়ুনঃ মিলপল্লী সার্বজনীন দুর্গোৎসবে পরিবেশ বার্তা, থিম ‘পাখির বাসা’
টানা বর্ষায় রাস্তা ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। জমেছে জল, তার মধ্যেই মাটি নরম হয়ে গিয়ে রাস্তায় তৈরি হয়েছে কাদা। ফলে সাধারণ মানুষ তো দূরের কথা, এলাকাতে ঢুকতে পারছে না কোনও পরিষেবা প্রদানকারী গাড়িও। বন্ধ হয়ে গিয়েছে ময়লা ফেলার গাড়ি, পানীয় জল সরবরাহের গাড়ি, গ্যাস সিলিন্ডারের ডেলিভারির ভ্যান, এমনকি পুলকারও। ফলে স্কুলগামী ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে সবচেয়ে বেশি সমস্যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তায় পড়ে গিয়ে চোট পাচ্ছে ছোটরা। কেউ অসুস্থ হলে হাসপাতালে পৌঁছনো হয়ে উঠছে কষ্টসাধ্য। বহুবার এলাকার কাউন্সিলরের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলর কোনও গুরুত্ব দিচ্ছেন না।
তবে বিষয়টি স্বীকার করেছেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস। তিনি জানান, “একটানা বর্ষার কারণে রাস্তার কাজ শুরু করা যাচ্ছে না। তবে আবহাওয়া একটু স্বাভাবিক হলেই দ্রুত সংস্কারের কাজ শুরু হবে।” কিন্তু ততদিন? প্রশ্ন একটাই—এভাবে আর কতদিন ঘরবন্দি থাকবে গড়িয়ার ঢালুয়ার মানুষ? কবে মিলবে হাঁটার মতো একটা রাস্তা? প্রশাসনের হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
