সাগরঃ বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ও পূর্ণিমার কোটালের প্রভাবে ফের ক্ষতিগ্রস্ত গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনের সমুদ্র সৈকত এলাকা। সম্প্রতি টানা বৃষ্টির পাশাপাশি সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে একের পর এক ইলেকট্রিক পোস্ট এবং ইট বসানো রাস্তা সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেল।
আরও পড়ুনঃ নেপালের পরমতীর্থ পশুপতিনাথ দর্শনের এক অনন্য অভিজ্ঞতার বর্ণনা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দিরের সামনে থাকা এক ও দুই নম্বর স্নানঘাট থেকে শ্মশান পর্যন্ত প্রায় আধ কিলোমিটার দীর্ঘ রাস্তা এখন সম্পূর্ণ নিশ্চিহ্ন। পাশাপাশি, জোয়ারের তোড়ে বড় বড় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এর ফলে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে ওই এলাকায়। উল্লেখযোগ্যভাবে, আগেই মন্দির সংলগ্ন সমুদ্রবাঁধ ভেঙে পড়েছিল। সেই বাঁধ নতুন করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই প্রচেষ্টা কতটা সফল হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কারণ নতুন করে আবারও সমুদ্র ভাঙন শুরু হয়েছে মন্দির প্রাঙ্গণের সামনে থেকেই।
বিশেষজ্ঞরা মনে করছেন, যদি দ্রুত কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে অদূর ভবিষ্যতে কপিলমুনি মন্দির নিজেই সমুদ্রের খুব কাছাকাছি চলে আসতে পারে, এমনকি ক্ষতিগ্রস্তও হতে পারে। স্থানীয়দের দাবি, অবিলম্বে টেকসই সমুদ্রবাঁধ ও প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে ভাঙন ভয়াবহ আকার ধারণ করবে। এখন দেখার, রাজ্য সরকার এই সংকট মোকাবিলায় কী পদক্ষেপ গ্রহণ করে।
