
বারুইপুর – বারুইপুরে চক্রবর্তী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়লো একপিস স্করপিও গাড়িসহ নানান জিনিসপত্র। ঘিঞ্জি এলাকা এবং রাস্তা শুরু হওয়ায় ঢোকার ক্ষেত্রে বাধা পায়ে দমকল। দমকলের একটি ছোট গাড়ি কোনরকমে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করে।
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
এলাকার বাসিন্দাদের অভিযোগ বারুইপুরের চক্রবর্তী পাড়ায় জলাভূমি ভরাট করে বেআইনিভাবে একটি অস্থায়ী ঘর বানানো হয়। যে ঘরের মধ্যে প্লাইউড গাড়ি সহ নানান দাহ্য পদার্থ মজুদ ছিল বলে অভিযোগ। কোনরকম বৈধ নথিপত্র ছাড়াই ১০ থেকে ১৫ জন এই ঘরের মধ্যে থাকত বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ হঠাৎই আগুন লেগে যায়। কি কারনে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুনে ভস্মীভূত হয়ে গেছে বাড়িতে। পুড়ে গিয়েছে একপি স্করপিও গাড়ি সহ নানান জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে আছে দমকল ও বারুইপুর থানার পুলিশ। স্থানীয় পৌর পিতা বিকাশ দত্ত জানান তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। কয়েকজন শ্রমিক এই বাড়িতে থাকতো বলে জানান তিনি। ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। দমকল আগুন নেভানোর কাজ করছে বলে জানান কাউন্সিলর।
দমকল সূত্রে জানা গিয়েছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। দমকলের গাড়ি ভেতরে ঢোকার ক্ষেত্রে বাধা পাওয়ায় খানিকটা সমস্যা তৈরি হয়।