
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.6518229, 0.52401257);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;
নরেন্দ্রপুর : মহাসমারোহে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পালিত হচ্ছে সরস্বতী পুজো। স্কুলের অ্যাসেম্বলি হলে পুজোর আয়োজন করা হয়েছে। মুলত একাদশ ও দ্বাদশ শ্রেনীর পক্ষ থেকে পুজোর আয়োজন করা হয়। বিশুদ্ধ পঞ্জিকা মতে সকাল ৯টা ১৫ মিনিট থেকে শুরু হয়েছে পুজো।
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইস্টেশানন্দ জানান বিদ্যালয়ের সমস্ত বিদ্যার্থীরা উপস্থিত রয়েছে। মিশনের যে সমস্ত শাখা এখানে আছে তারাও আছে। সকাল ১১টা ৪৫ মিনিট থেকে শুরু হবে পুষ্পাঞ্জলি। তারপর অন্নভোগের ব্যবস্থা রয়েছে। সন্ধে ৬টা নাগাদ সন্ধারতি হবে। তারপর ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কর হয়েছে।
শুধুমাত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই নয়, তাদের অভিভাবক ও বহু ভক্তবৃন্দ উপস্থিত রয়েছেন। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী জয় চ্যাটার্জি পুরোহিত হয়েছেন এবং পুজোর সমস্ত কাজ সম্পন্ন করছেন।