বারুইপুর: বারুইপুর থানার পুলিশ আবারও প্রমাণ করল, তৎপরতাই বড় অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে তারা একটি বড় ডাকাতির ছক বানচাল করে দিল। সূর্যপুর সেতু সংলগ্ন এলাকা থেকে তিনজন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, নগদ ৪৫ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন জনের নাম আফচার মোল্লা, ফরিদুল পিয়াদা এবং আরফত আলি মণ্ডল। এদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা ও মগরাহাট এলাকায়। ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। সোমবার রাতে গোপন সূত্রে খবর আসে যে, কয়েকজন দুষ্কৃতী সূর্যপুর সেতুর কাছে জমায়েত হয়েছে একটি বড় ডাকাতির উদ্দেশ্যে। খবর পাওয়া মাত্রই বারুইপুর থানার পুলিশ তৎপর হয়ে অভিযান চালায়। এলাকা ঘিরে ফেলে সন্দেহভাজনদের পাকড়াও করে। পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ধৃতদের আরও সহযোগী আছে কি না, কোথায় ডাকাতির পরিকল্পনা হচ্ছিল — তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং ডাকাতির ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে।
এই ঘটনার ফলে এলাকায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ দমনে তারা সদা তৎপর এবং ভবিষ্যতেও এমন অভিযান জারি থাকবে। বারুইপুর থানার পুলিশের এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।
