
নরেন্দ্রপুর – অবশেষে শুরু হচ্ছে রাস্তা সংস্কারের কাজ ৷ কামালগাজি ফ্লাইওভারের নীচের রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় ছিল ৷ যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছিল এলাকার বাসিন্দাদের ৷ পৌরসভার একাধিক ওয়ার্ড ও বনহুগলী পঞ্চায়েত এলাকায় যাওয়ার ক্ষেত্রে অনেকেই এই রাস্তা ব্যবহার করতেন ৷ এছাড়া বাইপাসের সাথে সংযোগকারি এই রাস্তা অত্যন্ত গুরুত্বপুর্ণ ৷ এই রাস্তা ব্যবহার করেই নরেন্দ্রপুর থানায় যাতায়াত করতে হত ৷ ফলে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা ৷
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
কামালগাজি ব্রীজের নীচ থেকে রামচন্দ্রপুর আদি গঙ্গার দুই পারের রাস্তার সংস্কারের কাজ শুরু হচ্ছে বৄহস্পতিবার থেকেই ৷ এইকাজের শিলান্যাস অনুষ্ঠান আয়োজিত হয় কামালগাজি মোড়ে ৷ উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল আলি মন্ডল সহ পৌরপিতা গোপাল দাস, সঞ্জিত চ্যাটার্জি, পুরসভা ও কেমডিএর আধিকারিকরাও ৷ একমাসের মধ্যে এই রাস্তার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷
পুরো রাস্তাটিই ব্লকের হবে বলে জানা গিয়েছে ৷ মোট ১ কিলোমিটার রাস্তার কাজ হবে ৷ এই কাজে ১ কোটি ৪০ লক্ষ টাকা খরচ হবে বলে জানা গিয়েছে ৷ রাস্তার কাজের সময় যান চলাচলে যাতে কোনও সমস্যা না হয় তারজন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হবে বলে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷