পাথরপ্রতিমাঃ টানা পাঁচদিনের মুষলধারে বৃষ্টিতে জলযন্ত্রণার মুখে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথরপ্রতিমা। বিশেষ করে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা কার্যত জলে ডুবে রয়েছে। হাসপাতাল মোড় থেকে অঞ্চল অফিস যাওয়ার রাস্তার ঢোকার মুখেই জমে রয়েছে হাঁটু সমান জল।
আরও পড়ুনঃ বামেদের ডাকা ধর্মঘটে সচল ডায়মন্ড হারবার, সাময়িক অবরোধের পর স্বাভাবিক রেল চলাচল
সবচেয়ে বিপর্যস্ত উত্তর মহেন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির এলাকা। সমবায়ের অফিস চত্বর ও বারান্দা জলে থইথই করছে। ফলে ব্যাহত হচ্ছে ব্যাংক পরিষেবা, সারের দোকানের স্বাভাবিক কাজকর্মও থমকে গেছে। গ্রাহক ও সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হওয়ার মুখে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলনিকাশির কোনও স্থায়ী ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি নামলেই সৃষ্টি হয় জল জমে থাকার ভয়াবহ সমস্যা। বিশেষত এই নিম্নচাপ পরিস্থিতিতে অব্যাহত বর্ষণে দুর্ভোগ চরমে উঠেছে। সমবায়ের ম্যানেজার পুষ্পেন্দু মন্ডল জানিয়েছেন, ‘‘বৃষ্টির পরিমাণ অত্যধিক হওয়ায় এবং জল বেরনোর সঠিক ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতি। বৃষ্টি থামলেই দ্রুত নিকাশি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আরও কিছুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে। তাই পরিস্থিতির উন্নতি কবে হবে, তা নিয়ে দুশ্চিন্তায় এলাকার মানুষ। স্কুলপড়ুয়া থেকে বৃদ্ধ-বৃদ্ধা, প্রত্যেকেই গৃহবন্দি। দিনের পর দিন জলমগ্ন অবস্থায় থেকে নাজেহাল পাথরপ্রতিমার দিগম্বরপুরের জনজীবন। এখন প্রশাসনের জরুরি হস্তক্ষেপই একমাত্র ভরসা।
