
গড়িয়া – গড়িয়া ষ্টেশন সংলগ্ন এলাকায় রমরমিয়ে বিক্রি হচ্ছে সরস্বতী পুজোর প্যাণ্ডেল ৷ বাঁশ, হোগলাপাতা, মাদুর ইত্যাদি ব্যবহার করে তৈরি করা হয়েছে এইসব প্যাণ্ডেল ৷ যার চাহিদা তুঙ্গে বলে জানিয়েছেন বিক্রেতারা ৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি প্যাণ্ডেল তাদের বিক্রি হয়েছে ৷ পুজোর আগেই সমস্ত প্যাণ্ডেল বিক্রি হয়ে যাবে বলে আশাবাদী তারা ৷
আরও পড়ুন – বিদ্যাধরপুরে অবৈধ নির্মান রুখল পুলিশ
রবিবার থেকেই শুরু সরস্বতী পুজো ৷ বাংলার প্রতিটি স্কুলে, বাড়িতে ও পাড়ায় পাড়ায় সরস্বতী পুজোর আয়োজন করা হয় ৷ যারা শিক্ষার্থী তারা মুখিয়ে থাকে সরস্বতী পুজো পালনের জন্য ৷ ইতিমধ্যে চারিদিকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ গড়িয়া ষ্টেশন সংলগ্ন এলাকায় রমরমিয়ে বিক্রি হচ্ছে সরস্বতী পুজোর প্যাণ্ডেল ৷ নির্মাতারা জানাচ্ছেন বিভিন্ন সাইজের প্যাণ্ডেল রয়েছে ৷ সাইজ অনুযায়ী প্যাণ্ডেলের দাম নির্ভর করছে ৷ মোটামুটি ২ হাজার টাকা থেকে শুরু করে ১২ হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে বলে জানাচ্ছেন তারা ৷
রেডিমেট এই প্যাণ্ডেল কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা ৷ এরফলে বাঁশ, কাপড় লাগিয়ে প্যাণ্ডেল তৈরির ঝামেলা নেই ৷ অনায়াসেই এই প্যাণ্ডেলের মধ্যে লাইট দিয়ে সাজানো যায় ৷ সুবিধামত যে কোনও জায়গায় এই প্যাণ্ডেল বসিয়ে সেখানে পুজোর আয়োজন করা সম্ভব ৷ তাই অনেক পুজো উদ্যোক্তাই এই রেডিমেট প্যাণ্ডেল কেনার ব্যাপারে আগ্রহী ৷