কুলতলী: ধর্মীয় অনুষ্ঠানের পবিত্রতা রক্ষা করতে গিয়ে আক্রান্ত হতে হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীর মধুসূদনপুর এলাকায়, শনিবার সন্ধ্যায় উল্টো রথের শোভাযাত্রার সময়। অভিযোগ, ভাটার মোড়ে রথ পৌঁছতেই চার যুবক শোভাযাত্রা দেখতে আসা মহিলাদের উদ্দেশে কটূক্তি করতে শুরু করে।
আরও পড়ুনঃ অভাবের তাড়নায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ দম্পতির, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
এমন পরিস্থিতিতে প্রতিবাদ জানান রথ কমিটির সদস্য শফিকুল লস্কর। তাঁর এই প্রতিবাদই যেন কাল হয়ে দাঁড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চার যুবক মিলে শফিকুলকে ঘিরে ধরে মারধর শুরু করে। এমনকি, মাথায় ইট দিয়ে আঘাত করা হয় তাঁকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শফিকুল। পরে রথ কমিটির অন্যান্য সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যান কুলতলী ব্লক হাসপাতালে। চিকিৎসার পর সুস্থ হয়ে শফিকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে কুলতলী থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ধর্মীয় অনুষ্ঠানে এই ধরনের আচরণে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। অনেকেই রাস্তায় নেমে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং কাউকে ছাড়া হবে না।
