জয়নগরঃ কলকাতা: বাড়িতে একা ছিলেন এক বৃদ্ধা। হঠাৎ হাজির এক ফেরিওয়ালা। পুরনো জিনিসপত্র কেনার কথা বলে কথায় কথায় বাড়ির ভিতরে ঢোকে সে। সুযোগ বুঝে বৃদ্ধার হাত ও মুখ বেঁধে তাঁর সোনার গহনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। ঘটনার কয়েকদিনের মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে দক্ষিণ বারাশতের ঝাউতলা এলাকা থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের আমহার্স স্ট্রিট থানার আধিকারিকরা, জয়নগর থানার সহযোগিতায়।
আরও পড়ুনঃ এটিএম থেকে টাকা তোলার নাম করে প্রতারণা, চম্পাহাটির বৃদ্ধের শেষ সম্বল হরণ
ঘটনা গত শনিবারের। কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন এক বৃদ্ধা। তিনি জানান, এক ফেরিওয়ালা পুরনো সামগ্রী কেনার নাম করে তাঁর বাড়িতে আসে। সেই সময় তিনি একাই ছিলেন। ফেরিওয়ালাকে জিনিস দেখাতে গিয়ে অসতর্ক হতেই ছদ্মবেশী ওই দুষ্কৃতী তাঁকে আক্রমণ করে। হাত, মুখ বেঁধে গলার সোনার হার ও হাতের বালা ছিনিয়ে পালিয়ে যায়। পুলিশ তদন্তে নামে। তদন্তে জানতে পারে, অভিযুক্তের নাম মোজাম্মেল পুরকাইত। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত উত্তর গঙ্গাজল গ্রামে। গোপন সূত্রে জানা যায়, সে দক্ষিণ বারাশতের ঝাউতলা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রয়েছে। এরপর জয়নগর থানার আইসি পার্থসারথি পালের নেতৃত্বে এসআই শুভঙ্কর করণের একটি বিশেষ দল ঝাউতলা এলাকায় হানা দেয়। অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেপ্তার করে তারা। তার কাছ থেকে উদ্ধার হয় ছিনতাই হওয়া সোনার বালা ও গলার হার।
মোজাম্মেলকে রাতেই জয়নগর থানায় নিয়ে আসে পুলিশ। তদন্তকারীরা জানতে চান, আরও কতদিন ধরে সে এভাবে প্রতারণা ও ছিনতাই চালাচ্ছিল। তার সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ফেরিওয়ালার ছদ্মবেশে অপরাধের ছক ফাঁস হতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।
