ফলতাঃ দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার পুলিশের তৎপরতায় বড়সড় চুরি কাণ্ডের সফল সমাধান সম্ভব হয়েছে। বসবাদী এলাকার এক নির্দিষ্ট বাড়িতে প্রায় ৬ লক্ষ টাকার চুরি হওয়া নগদ অর্থ ও সোনার গহনা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে—আলি হোসেন মীর ও মিরাজ মীর।
আরও পড়ুনঃ বিলুপ্ত প্রায় বাটাগুড় বাস্কা কচ্ছপ সংরক্ষণে সাফল্য: সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অভাবনীয় সাফল্য
ঘটনার সূত্রপাত, যখন বসবাদী এলাকার এক পরিবার ঘুরতে যাওয়ার আগে সামাজিক মাধ্যমে পোস্ট করেন যে, তাঁরা বাড়ির বাইরে যাচ্ছেন। সেই তথ্যের সুযোগ নিয়েই অভিযুক্তরা পরিকল্পনা করে ফাঁকা বাড়িতে চুরি করে। ঘটনার পরই ফলতা থানার পুলিশ তদন্তে নামে এবং দ্রুততার সঙ্গে অভিযুক্তদের শনাক্ত করে। গ্রেফতারের পর অভিযুক্তদের কাছ থেকে পুরো চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, চুরি করা টাকার একটি অংশ দিয়ে তারা যে মোটরবাইক কিনেছিল, সেটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে সাংবাদিকদের জানান, পুলিশের কার্যকর ও দ্রুত পদক্ষেপেই এই চুরির রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, “বাড়ি ছেড়ে কোথাও গেলে তা সামাজিক মাধ্যমে পোস্ট না করাই ভালো। তাতে অপরাধীরা সুযোগ নিতে পারে।”
এই ঘটনায় এলাকার মানুষ পুলিশের ভূমিকায় খুশি এবং স্বস্তিতে রয়েছেন। একদিকে যেমন অপরাধীরা ধরা পড়েছে, তেমনি সম্পূর্ণ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি আস্থা বেড়েছে সাধারণ মানুষের। পুলিশের এই তৎপরতা প্রশংসনীয় বলেই মনে করছে স্থানীয় মহল।
