
নরেন্দ্রপুরঃ কামালগাজী বাইপাসে গাছ উল্টে ব্যাহত যান চলাচল ৷ বৄহস্পতিবার দুপুরের ঝড় ও বৄষ্টিতে পেপসি মোড়ের কাছে উল্টে যায় একটি কৄষ্ণচুড়া গাছ ৷ কামালগাজী মোড় থেকে পাটুলির দিকের যাওয়ার রাস্তায় এই ঘটনা ঘটেছে ৷ এর জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল ৷ বড় গাড়ি যাতায়াতের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে ৷ গাছ কাটার কাজে হাত লাগিয়েছেন ট্রাফিক পুলিশের কর্মীরাই ৷
আরও পড়ুনঃ খেলার মাঠ বাঁচাতে আন্দোলনে এলাকার বাসিন্দারা
সোনারপুর নরেন্দ্রপুর এলাকা থেকে কলকাতা যাওয়ার অন্যতম সংযোগকারী রাস্তা হল কামালগাজী বাইপাস ৷ বারুইপুর জয়নগর এলাকা থেকেও বহু মানুষ সড়ক পথে এই রাস্তা দিয়ে কলকাতা যাতায়াত করেন ৷ ফলে সারাদিনই এই রাস্তায় গাড়ির চাপ থাকে ৷ দুপুরের ঝড় বৄষ্টিকে রাস্তার উপর উল্টে পড়ে যায় একটি কৄষ্ণচুড়া গাছ ৷ এরফলে কলকাতামুখী রাস্তার অনেকটা অংশ অবরুদ্ধ হয়ে যায় ৷ কিছুটা অংশ দিয়ে গাড়ি যাতায়াত করলেও বিকেল ও সন্ধের ব্যস্ত সময়ে গাড়ির সংখ্যা বাড়লে যানজটের সমস্যা বাড়বে ৷ গাছ পড়ে যাওয়ার খবর ইতিমধ্যেই দেওয়া হয়েছে পৌরসভাকেও ৷ পৌরকর্মীরা এখনও পর্যন্ত এসে না পৌঁছানোয় গাছ কাটার কাজে হাত লাগিয়েছেন ট্রাফিক পুলিশের কর্মীরাই ৷ তারাই কাঠারি দিয়ে গাছ কেটে তা রাস্তা থেকে সরাচ্ছেন ৷
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুত্রে জানা গিয়েছে বৄষ্টির সময় হঠাৎই গাছটি পড়ে যায় ৷ সেইসময় ঐ অংশে কোনও গাড়ি চলাচল না করায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷ ফুটপাতে দোকানও রয়েছে ৷ তবে তাদেরও তেমন কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে