
সোনারপুরঃ দোলযাত্রার দিন কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা পুলিশের ৷ বারুইপুর পুলিশ জেলা এলাকা জুড়ে প্রতিটি জায়গাতেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি ৷ তিনি আরও বলেন অতিরিক্ত ৫০ জন পুলিশ কর্মী নেওয়া হয়েছে নিরাপত্তা সুনিশ্চিত করতে ৷
আরও পড়ুনঃ ম্যানগ্রোভ ধ্বংসের ঘটনার তদন্তে গোপালগঞ্জে সরকারি প্রতিনিধি দল
বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল থেকেই প্রতিটি গুরুত্বপুর্ণ মোড়ে থাকবে পুলিশ পিকেট ৷ সোনারপুর, নরেন্দ্রপুর সহ প্রতিটি থানা এলাকাতেই থানার RT টিম, স্পেশাল RT টিমের পাশাপাশি থাকবে আরও একাধিক টহলদারি টিম ৷ প্রতিটি টিমেই থাকবে মহিলা পুলিশও ৷ স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি নজরদারি থাকবে বলে জানা গিয়েছে ৷
দোলযাত্রার পাশাপাশি চলছে রমজান মাস ৷ সেইকারণে অতিরিক্ত পুলিশ ও প্রশাসন ৷ শান্তিপুর্ণ দোলযাত্রা করতে প্রশাসনিক স্তরে একাধিক মিটিং করা হয়েছে ৷ বিভিন্ন সংস্থাকে নিয়েও বৈঠক করা হয়েছে ৷ কোথাও যাতে কোনও অঘটন না ঘটে তারজন্য পুলিশ সতর্ক বলে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ গ্রামীণ থানাগুলির পাশাপাশি আরবান এলাকার থানাগুলিতেও থাকছে অতিরিক্ত নজরদারি ৷