
কুলতলিঃ নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিল কুলতলি থানার পুলিশ ৷ অভিযুক্তকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো কুলতলি থানার পক্ষ থেকে ৷ আদালত তা মঞ্জুর করে ৷ ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷
আরও পড়ুনঃ মৈপিঠে খাঁচাবন্দি রয়েল বেঙ্গল
কুলতলি থানা এলাকায় প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে বিশেষভাবে সক্ষম এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ৷ নাবালিকাকে বাড়িতে একা পেয়ে পাঁচিল টপকে বাড়িতে ঢুকে অভিযুক্ত ৷ ঘটনার সময় তার বাবা, মা ও দিদি কাজে বাইরে গিয়েছিল ৷ সেই সুযোগে বাড়িতে ঢুকে অভিযুক্ত ৷ তারপর জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করে ৷ এই ঘটনায় নাবালিকা চিৎকার করলে অন্যান্য প্রতিবেশীরা দৌড়ে আসে ৷ ঘরের মধ্য থেকে ধরে ফেলে অভিযুক্তকে ৷ তাকে ধরে মারধোরও করা হয় ৷ প্রতিবেশীরা ফোন করে বিষয়টি তার বাবা, মা ও দিদিকে জানায় ৷ খবর দেওয়া হয় কুলতলি থানাতেও ৷ খবর পেয়ে দৌড়ে আসেন তারা ৷ অভিযুক্তকে আটক করা হয় ৷ নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পরে তাকে গ্রেফতার করে পুলিশ ৷
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ নাবালিকার শারীরিক পরীহ্মা করা হয়েছে ৷ আদালতে তার গোপন জবানবন্দীর আবেদন জানানো হয়েছে ৷ এই ঘটনায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে ৷