
সোনারপুরঃ জানেন কি ম্যাট পদ্ধতিতে বাড়িতেই ধান চারা তৈরি করা সম্ভব ৷ শুধু ধানের চারা নয় আরও অনেককিছুই চাষ করতে পারেন আপনারা ৷ বাড়িতেই নিজের হাতে চাষবাস করে নানান ফসল ফলাতে পারেন অনায়াসে ৷ স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট ও এক্সটেনশান ট্রেনিং ইনস্টিটিউ চাষের ক্ষেত্রে বের করেছে নানান অভিনব পদ্ধতি ৷
আরও পড়ুনঃ শ্লীনগরে রাস্তার কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন বিধায়ক
এখানকার বিজ্ঞানীদের দাবি ম্যাট পদ্ধতিতে ধান চাষ করলে চাষের ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায় ৷ এই পদ্ধতিতে চাষ করলে একদিকে যেমন শেকড় ছিড়ে যায় না তেমনই এই পদ্ধতিতে চাষ করলে ধানের ফলনও খুব তাড়াতাড়ি হয় ৷ বাড়িতেই লাগাতে পারেন ইনসুলিন গাছ ৷ এই গাছের একাধিক উপকারিতা রয়েছে ৷ এই গাছ ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে ৷ কোলেস্টরেল কমাতে সাহায্য করে, ক্যান্সার সহ চামড়ার রোগের চিকিৎসার ক্ষেত্রে এই গাছ খুবই উপকারী ৷ প্রেসার, সুগার ইত্যাদির চিকিৎসার ক্ষেত্রে বাড়িতেই লাগাতে পারেন স্ট্রবেরি গাছ ৷ এমনকি ক্যান্সারের চিকিৎসাতেও এই গাছ উপকারী ৷ সাউথ আমেরিকার পেপিনোমেল চাষ করা সম্ভব আমাদের এই বাংলার আবহাওয়াতেও ৷ এই গাছ সুগার, প্রেশার ও কোলেস্টরেলের জন্য খুবই উপকারী ৷
বাড়িতেই বাগান তৈরির শখ রয়েছে বহু বাসিন্দারাই ৷ অনেকেই চাষবাসও করে থাকেন ৷ তারা অনায়াসে এই পদ্ধতিকে কাজে লাগিয়ে ভালো ফলন করতে পারবেন ৷