কুলতলিঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে আরও মজবুত হল তৃণমূল কংগ্রেসের সংগঠন। শহীদ দিবস উপলক্ষে চুপড়িঝাড়া অঞ্চলে আয়োজিত এক সভায় দেড় হাজারেরও বেশি কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারা এসেছিলেন বিভিন্ন দল— বিজেপি, সিপিএম, কংগ্রেস ও এসইউসিআই থেকে।
আরও পড়ুনঃ রাজ্জাক খান খুনে আরও এক গ্রেফতার, ধৃতের নাম রফিকুল খান
এই সভায় উপস্থিত ছিলেন কুলতলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক গণেশ মন্ডল, তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক শওকত মোল্লা এবং জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল। সভা থেকেই শওকত মোল্লা ঘোষণা করেন, ‘‘বিভিন্ন দল থেকে দেড় হাজারের বেশি মানুষ উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিয়েছেন। মানুষ বুঝে গিয়েছে রাজ্যে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই উন্নয়ন সম্ভব।’’ যে সমস্ত নেতারা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে আছেন এসইউসিআই-র সালাউদ্দিন ঢালি, সিপিএমের দয়াল প্রধান, বিজেপির প্রশান্ত কুমার মন্ডল ও তাঁর সঙ্গে আরও ৫০ জন কর্মী। সিপিএম কর্মী আনিশ গায়েন বলেন, ‘‘এই সরকারের আমলে চুপড়িঝাড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই কারণেই আমি তৃণমূলে যোগ দিলাম।’’ তবে এই যোগদানকে হালকাভাবে নিচ্ছে সিপিএম নেতৃত্ব। দলের নেতা উদয় মন্ডল বলেন, ‘‘দলের কোনও পদাধিকারী তৃণমূলে যায়নি। একজন সমর্থক গিয়েছেন ব্যবসার স্বার্থে। এতে দলের কোনও ক্ষতি হবে না। বরং তৃণমূল প্রশাসন ও পুলিশ দিয়ে দল চালাচ্ছে। নির্বাচনে মানুষ তার জবাব দেবে।’’
রাজনীতির ময়দানে এই যোগদান অবশ্য তৃণমূলের পক্ষে বড় সাফল্য বলেই মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই দক্ষিণ ২৪ পরগনার মাটিতে নিজেদের ভিত মজবুত করছে ঘাসফুল শিবির।
