
নরেন্দ্রপুর – এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করছে কারবালা মিলনতীর্থ ক্লাব ৷ এই উপলক্ষে সারাবছর ধরেই তারা নানান অনুষ্ঠানের আয়োজন করেছে ৷ এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও ৷ যেখানে অংশগ্রহণ করেছেন এই অঞ্চলের বিভিন্ন বয়সের ছেলে ও মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৷ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম ৷
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
সারা বছর ধরেই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মিলনতীর্থ ক্লাবের সম্পাদক মহিবুল্লা মোল্লা ৷ তিনি বলেন ম্যারাথন, রক্তদান শিবির, ফুটবল টুর্নামেন্ট সহ সাংস্কৄতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে সারাবছর ধরে ৷ সংগঠনের পক্ষ থেকে ৪৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় দুইদিন ব্যাপী ৷ এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়ও তৄতীয় স্থানাধিকারীদের পুরষ্কৄত করা হয় ৷ তাদের হাতে পুরষ্কার তুলে দেন বিধায়ক ৷
সংগঠনের সম্পাদক মহিবুল্লা জানান সংগঠনের পক্ষ থেকে সারাবছরই নানান কর্মসুচী নেওয়া হয় ৷ সমাজসেবামুলক নানান কাজ তারা করে থাকেন ৷ এলাকার ক্রীড়া ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই ক্লাবের একটা ভুমিকা আছে বলে জানান তিনি ৷