
কুলতলিঃ চাষের জমিতে ফের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একজনের মৄত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল কুলতলিতে ৷ ঘটনাটি ঘটেছে কুলতলি ব্লকের জালাবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের পুর্ব গাবতলা এলাকায় ৷ মৄতের নাম বাসুদেব নস্কর ৷ দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ সোমবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷
আরও পড়ুনঃ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
চাষের জমিতে কেউ যাতে বিদ্যতের ব্যবহার না করেন তারজন্য বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে প্রচার করা হয়েছে ৷ প্রতিবছরই কুলতলি এলাকায় চাষের জমিতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যাচ্ছেন অনেকেই ৷ তারপরেও হুঁশ ফেরেনি কারোর ৷ চাষের ফসল যাতে ইঁদুর না খেতে পারে তারজন্য জি আই তার লাগিয়ে তারমধ্যে বিদ্যুৎ সংযোগ করা হত ৷ চাষের ক্ষেতে কাজ করতে গিয়ে কোনওকারণে পা পিছলে তারে আটকে যান বাসুদেব বাবু ৷ ঘটনার সময় কেউই ছিলনা ৷ রবিবার সকালে গ্রামের বাসিন্দারা চাষের জমিতে সবজি তুলতে যাওয়ার সময় তাকে পড়ে থাকতে দেখেন ৷ তারাই খবর দেন পরিবারকে ৷ তাকে উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৄত বলে ঘোষণা করেন ৷
পঞ্চায়েত প্রধান অসীম হালদার জানান সরকারি তরফে সচেতনতার জন্য বারবার মাইক প্রচার করা হয়েছে ৷ তারপরেও অনেকেই অসাধু উপায়ে এই কাজ করছে ৷ বিষয়টি সামনে এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ও আগামীদিনেও নেওয়া হবে বলে জানান তিনি ৷