
বারুইপুর – সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে বারুইপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ৷ এবার নবম তম বর্ষে পড়ল ৷ প্রতি বছরের মত এবারও জাঁকজমকভাবেই পুজোর আয়োজন করা হয়েছে ৷ সরস্বতী পুজোর আয়োজনের পাশাপাশি চিত্তে চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে ক্লাব প্রাঙ্গনে ৷ সোমবার দুপুরে চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি ৷ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) রুপান্তর সেনগুপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সৌতম ব্যানার্জি ও বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস ৷
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
এবার বসন্ত পঞ্চমীর তিথি দুই দিন ধরে পড়েছে ৷ রবিবার অনেক জায়গাতেই সরস্বতী পুজোর আয়োজন করা হয় ৷ বারুইপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সোমবার পুজোর আয়োজন করা হয় ৷ সকালে পুজোতে বসেন ক্লাবের সদস্য ও বর্তমান পত্রিকার সাংবাদিক সত্যজিত ব্যানার্জি ৷ উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রসেনজিত সাহা সহ অন্যান্য সদস্যরা ৷ তারা পুষ্পাঞ্জলিও দেয় ৷ ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দাই এই পুজোতে উপস্থিত ছিলেন ৷ দুপুরে খিচুড়ি ভোগেরও আয়োজন করা হয় ৷ ক্লাব সদস্যরা ছাড়াও নিমন্ত্রিতরা অনেকেই এসেছিলেন তারাও ভোগ গ্রহণ করেন ৷ পথ চলতি মানুষকেও ক্লাবের পক্ষ থেকে ভোগ বিতরণ করা হয় ৷
দুই দিন ব্যাপী চলবে এই চিত্র প্রদর্শনী ৷ সোমবারের পাশাপাশি মঙ্গলবারও সকাল ১০টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত এই চিত্র প্রদর্শনী চলবে ৷ সকাল থেকেই বহু মানুষ নানান জায়গা থেকে এই প্রদর্শনী দেখতে ভিড় জমাচ্ছেন ৷