
ভাঙড়ঃ ভাঙড়ের রাজ্জাক খান খুনের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর কাশিপুর থানার পুলিশ নাংলা পালপুর এলাকার একটি মেছোভেড়ি থেকে গ্রেফতার করল আরও এক কুখ্যাত দুষ্কৃতিকে। ধৃতের নাম জাকিরুদ্দিন গাজী ওরফে জাকির মোল্লা। সে ভাঙড়ের চন্দনেশ্বর থানার অন্তর্গত মাধবপুরের নারায়নপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্জাক খানকে খুন করতে একটি পাইপগান ও ধারালো চপার এনেছিল জাকির। তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হয়েছে, এই খুনের ঘটনায় ইতিমধ্যে ধৄত মোফাজ্জেল টাকার বিনিময়ে তাকে খুনের জন্য ভাড়া করে। পুলিশি জেরা চলাকালীন ধৃত জাকির স্বীকার করেছে, রাজ্জাককে সে নিজেই গুলি করে এবং পরে ধারালো চপার দিয়ে আঘাত করে। পুলিশ আরও জানিয়েছে, জাকির একজন কুখ্যাত অপরাধী। এর আগেও সে একাধিক বার জেল খেটেছে। প্রথমে বসিরহাটে একটি সোনার দোকানে ডাকাতির অভিযোগে গ্রেফতার হয়ে সাত বছর কারাবাস করে। ছাড়া পাওয়ার পর ফের কলকাতার ট্যাংরা এলাকার একটি অভিজাত আবাসনে ডাকাতির ঘটনায় ধরা পড়ে এবং আরও সাত বছর জেলে থাকে।
এই কুখ্যাত অপরাধী ফের রাজ্জাক খুনে যুক্ত হয়ে পড়ায় পুলিশি তদন্তে নতুন মোড় নিয়েছে। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। আদালতের অনুমতি নিয়ে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে উত্তর কাশিপুর থানার পুলিশ। জেরা করে খুনের নেপথ্যের গভীর ষড়যন্ত্র উদঘাটনের চেষ্টা চলছে।