
সোনারপুর: সোনারপুরের কোদালিয়ায় সাড়ম্বরে পালিত হচ্ছে নেতাজী জন্মজয়ন্তী। পৈতৃক ভিটেয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে নেতাজীর বাড়ি। ইতিমধ্যেই নেতাজীর ব্যবহৃত ঘর তার আসবাবপত্র ও বাড়িটি ঘুরে দেখতে দূর দুরান্ত থেকে হাজির হয়েছেন বিভিন্ন বয়সের নানান মানুষ।
দুদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন বারুইপুর প্রেস ক্লাবের
১৭০০ শতাব্দীতে নেতাজীর পুর্ব পুরুষ রামানাথ বসু কোদালিয়ার এই বাড়িতে বসবাস শুরু করেন। নেতাজীর জন্ম উড়িষ্যার কটকে হলেও এই বাড়ির সাথে তার নিবিড় যোগাযোগ ছিল। মাঝেমধ্যেই তিনি এই বাড়িতে আসতেন। বিশেষ করে দুর্গাপুজোর অষ্টমীতে দেশে থাকলে এখানেই থাকতেন তিনি। এই বাড়ি থেকেই নিয়মিত যোগাযোগ ও বৈঠক করতেন এই অঞ্চলের বিপ্লবীদের সাথে।
নেতাজী কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে প্রতিবছরই কোদালিয়ায় নেতাজী জন্মজয়ন্তীর আয়োজন করা হয়। সকাল থেকেই নানান কর্মসুচীর আয়োজন করা হয়েছে। চিত্র প্রদর্শনী থেকে আরম্ভ করে বসে আঁকা প্রতিযোগিতা সহ নানান অনুষ্ঠান হয় সারাদিন ব্যাপি।