জয়নগরঃ বুধবার কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকে দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটে উত্তাল রাজ্যের একাধিক অংশ। মূলত নতুন শ্রম কোড বাতিল, দৈনিক ৬০০ টাকা মজুরি, ও ন্যূনতম মাসিক বেতন ২৬,০০০ টাকার দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরব বিভিন্ন ইউনিয়ন ও সংগঠন।
আরও পড়ুনঃনববধুর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের বিরুদ্ধে
এই ধর্মঘটের জেরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর- জয়নগর রোডের পদ্মের হাট মোড় এলাকায় দেখা গেল প্রবল উত্তেজনা। সকাল থেকেই ধর্মঘট সমর্থকরা সড়ক অবরোধ করে বসে। যান চলাচল ব্যাহত হয়। রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে বাস, অটো, প্রাইভেট গাড়ি ও অ্যাম্বুলেন্স। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। অফিসগামী মানুষ, স্কুলপড়ুয়া ও জরুরি পরিষেবার যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। ধর্মঘট সমর্থকরা দাবি করেন, শ্রমিকদের বঞ্চনার বিরুদ্ধে এই প্রতিবাদ। কেন্দ্র সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। নতুন শ্রম কোড শ্রমিকদের অধিকার হরণ করবে বলেই দাবি তাঁদের। পাশাপাশি কলকাতা মেট্রোর শ্রমিক সংগঠনও তাদের কর্মঘণ্টা সংক্রান্ত ইস্যুতে কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়েছে।
অবরোধ সরাতে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। সমর্থকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা চলে। যদিও প্রথমে ধর্মঘটকারীরা পুলিশের অনুরোধে সাড়া না দিলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে নেওয়া হয়। এই ধর্মঘটের প্রভাব আগামী দিনে কতটা বিস্তার লাভ করে, তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন সাধারণ মানুষ ও প্রশাসন। শ্রমিকদের ন্যায্য দাবিতে আন্দোলন হলেও সাধারণ মানুষের দুর্ভোগ ঘিরে প্রশ্ন উঠছে আন্দোলনের পদ্ধতি নিয়েও।
