মহেশতলাঃ মহেশতলা পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগতলায় এক নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম শিল্পী বিবি (৩৪)। পেশায় নার্স, একাধিক বছর ধরে এই পেশাতেই যুক্ত ছিলেন তিনি।
আরও পড়ুনঃ
জানা গিয়েছে, মহরম উপলক্ষে গতকাল বাড়ি থেকে বেরিয়ে যান তার স্বামী শেখ নাসির আলি। রাত হয়ে যাওয়ায় স্ত্রী শিল্পী বিবি রাত দু’টো নাগাদ স্বামীর খোঁজে বাড়ি থেকে বের হন। কিন্তু তারপরই ঘটে বিপর্যয়। রাত আড়াইটে নাগাদ ফোন পান শেখ নাসির—স্থানীয় একটি গলির ভিতরে এক বাড়ির পেছনে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন তার স্ত্রী। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শিল্পী বিবিকে উদ্ধার করে তড়িঘড়ি বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল বলে জানিয়েছেন তার স্বামী। তিনি দাবি করেছেন, কেউ পরিকল্পিতভাবে তার স্ত্রীকে খুন করেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলের সামনের বাড়ির এক বাসিন্দাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। খুন না আত্মহত্যা—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মহেশতলা থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এই ঘটনায় এলাকার মানুষজন আতঙ্কিত। একজন সুস্থ সবল নার্সের এই ধরনের রহস্যমৃত্যু ঘিরে বাড়ছে নানা প্রশ্ন। তদন্তে নেমে পুলিশের তরফে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
