
সোনারপুর – গভীররাতে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক । ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার হরপুরে। মধ্যরাতে আগুন লাগায় পুড়ে গিয়েছে বাড়ির সমস্ত আসবাব, প্রয়োজনীয় ডকুমেন্টস ও নানান জিনিসপত্র। এই ঘটনায় আতঙ্কিত বৄদ্ধ দম্পতি ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখতে থানায় অভিযোগ দায়ের পরিবারের।
নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের বাসিন্দা প্রেম মুন্ডা। তিনি ও তার স্ত্রী দুজনেই বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎই বাড়িতে আগুন লেগে যায়। প্রাণভয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। কাঁচা বাড়ি হওয়ায় দ্রুত পুড়ে ছায় হয়ে যায় পুরো বাড়ি। গভীর রাত হওয়ায় আশেপাশে কেউ ছিল না। তবে বাড়িতে কিভাবে আগুন লাগল তা নিয়ে সন্দিহান পরিবার। তারা সেইসময় বাড়িতেই ঘুমাচ্ছিলেন। বাইরে থেকে কেউ আগুন লাগিয়ে দিতে পারে বলে আশঙ্কা তাদের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।