
The dead man's body. Focus on hand
সোনারপুর: নিজের ৮ বছরের সন্তানকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে সোনারপুরের খেয়াদহের মৌলিহাটিতে ৷ শনিবার গলায় ফাঁস দিয়ে খুন করা হয় ৷ এই ঘটনায় শনিরারই গ্রেফতার করা হয় তনুজা মন্ডল ৷ তার বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু করে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷
এই ঘটনায় রবিবার ধৄতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে ২২ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বারুইপুর আদালত ৷ বুধবার তাকে ফের বারুইপুর আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷
আরও খবরঃ দুদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন বারুইপুর প্রেস ক্লাবের
বারুইপুরের চম্পাহাটি এলাকার বাসিন্দা তনুজা ৷ তিনি খেয়াদহের মৌলিহাটির বাসিন্দা প্রসেনজিত মন্ডলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ তাদেরই সন্তান দেবজিত মন্ডল ৷ স্থানীয় স্কুলে তৄতীয় শ্রেণীতে পড়ত সে ৷ মায়ের বারণ করা সত্বেও খেলতে চলে গিয়েছিল দেবজিত ৷ যদিও সাথে সাথেই বাড়িতে ফিরে আসে সে ৷ বাড়িতে ফিরে এসে মায়ের কাছে খাবারও দাবি করে ৷ খাবার খেতে খেতে যখন টিভি দেখছিল তখনই পেছন থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ছেলেকে খুন করেন তনুজা ৷