নিজস্ব সংবাদদাতাঃ কখনও মেঘলা আকাশ, কখনও টিপটিপ বৃষ্টি—এই মন কেমন করা আবহাওয়ায় যদি পাহাড়ে ঘুরতে যেতে মন চায়, তাহলে একবার ঘুরে আসতেই পারেন দার্জিলিংয়ের কাছের এক অফবিট গন্তব্য তাকদা থেকে।
আরও পড়ুনঃ অফবিট গন্তব্য সিটং: বর্ষায় ম্যাড অ্যাবাউট ট্রাভেলের সাথে পাহাড়ের টানে
দার্জিলিং শহর থেকে মাত্র ৩০ কিমি দূরে অবস্থিত তাকদা প্রকৃতি ও শান্তিপ্রেমীদের কাছে এক আদর্শ ঠিকানা। বছরের যে কোনও সময় এখানে ভ্রমণ করা গেলেও বর্ষায় এই জায়গার রূপ একেবারে আলাদা। সবুজে মোড়া পাহাড়, তার গায়ে ধেয়ে আসা সাদা মেঘ আর পাখির ডাক—সব মিলিয়ে তাকদা হয়ে ওঠে এক স্বপ্নের জায়গা। এখানেই রয়েছে Mad About Travel-এর সুসজ্জিত হোমস্টে, যেখানে প্রতিটি ঘর থেকেই উপভোগ করা যায় পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য। বর্ষায় মেঘ, কুয়াশা আর সবুজে মোড়া এই অঞ্চল আপনার মনে তৈরি করে দেবে এক অপার শান্তি। তাকদা থেকে ঘুরে নিতে পারেন দার্জিলিং শহর, তিনচুলে লামাহাটা ইকো পার্ক, গুম্বাধারা ভিউ পয়েন্ট, হেরিটেজ বাংলো, লাভার্স ভিউ পয়েন্ট, পেশপ টি গার্ডেন এবং দাওয়াইপানি। চাইলে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন তাকদা অর্কিড সেন্টারও।
শিলিগুড়ি থেকে তাকদার দূরত্ব মাত্র ৯০ কিলোমিটার। শহরের কোলাহল থেকে দূরে একটুখানি প্রকৃতি আর নির্জনতা খুঁজতে চাইলে এই বর্ষা ঋতুতে তাকদাই হতে পারে আপনার পরবর্তী ডেস্টিনেশন। তাকদা—যেখানে পাহাড়, মেঘ আর প্রকৃতির টানে হারিয়ে যায় সব দুঃখ-ক্লান্তি।
MAD ABOUT TRAVEL – 8509870920 ও 8240157592
