
সোনারপুরঃ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালিকাপুর ১ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভোটার তালিকা যাচাই করার কাজ শুরু হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিধায়ক ও অভিনেত্রী লাভলী মৈত্র নিজে এই কর্মসূচিতে অংশ নেন এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা যাচাই করেন। মূল লক্ষ্য, এলাকায় যাতে কোনো ভুয়ো ভোটার না থাকে তা নিশ্চিত করা।
আরও পড়ুনঃ ভোটার তালিকা নি্যে বাড়ি বাড়ি ঘুরলেন লাভলী মৈত্র
তৃণমূল সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর থেকেই এলাকায় সক্রিয় হয়েছেন দলের নেতারা। স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা ভোটার তালিকা হাতে নিয়ে প্রত্যেক বাড়িতে যাচ্ছেন এবং তালিকার সঙ্গে বাস্তবের তথ্য মিলিয়ে দেখছেন। কোনো অসঙ্গতি পাওয়া গেলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দলীয় কর্মীদের দাবি, এই কাজ নিয়মিতভাবে চলবে এবং তৃণমূল কংগ্রেস চাইছে যাতে নির্বাচনে কোনওরকম অনিয়ম না হয়। ভোটার তালিকা যাচাইয়ের পাশাপাশি জনসংযোগ কর্মসূচিতেও অংশ নেন বিধায়ক লাভলী মৈত্র। কালিকাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালী মন্দির পাড়া এলাকায় সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাঁদের অভাব-অভিযোগ শোনেন। স্থানীয় বাসিন্দারা রাস্তা, পানীয় জল, ড্রেনেজ ব্যবস্থা, সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত নানা বিষয় বিধায়কের সামনে তুলে ধরেন। লাভলী মৈত্র তাঁদের আশ্বাস দেন যে, নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি পালন করা হবে এবং সমস্যার সমাধানের জন্য প্রশাসনের সঙ্গে কথা বলা হবে।
এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন এলাকায় নিজেদের সংগঠনকে আরও মজবুত করতে চাইছে, অন্যদিকে ভোটারদের মধ্যেও আস্থা বাড়াতে চাইছে। ভোটার তালিকা শুদ্ধিকরণ কর্মসূচির ফলে বিরোধীদের অনিয়মের সুযোগ কমবে বলে মনে করছেন স্থানীয় নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া নজরদারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন জায়গায় এ ধরনের উদ্যোগ নিচ্ছে, যা আগামী নির্বাচনের আগে সংগঠনের শক্তি বাড়াতে সাহায্য করবে বলে মত রাজনৈতিক মহলের।এদিকে, স্থানীয়দের মধ্যে এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন অনেকেই। তাঁদের মতে, এ ধরনের প্রচেষ্টা এলাকায় ভোটারদের স্বচ্ছতা বজায় রাখবে এবং প্রকৃত ভোটারদের ভোটাধিকার সুরক্ষিত করবে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচি আগামী দিনেও ধারাবাহিকভাবে চলবে।