
সোনারপুর – হরিনাভী স্পোর্টিং ক্লাবের মাঠে ৩১শে জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে এমএলএ কাপ ৷ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্রের আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে ৷ তিন দিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট ৷ টুর্নামেন্টের শেষ দিনে সংগীত পরিবেশন করবেন বাংলা ব্যাণ্ড ফসিলস ৷
আরও পড়ুন – সোনারপুরে স্কুলে বিক্ষোভ
শুক্রবার বিকাল ৪টা নাগাদ হরিনাভী স্পোর্টিং ক্লাবের মাঠে এই প্রতিযোগিতার উদ্ধোধন ৷ উদ্ধোধন করবেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, উপস্থিত থাকবেন বিধায়ক লাভলী মৈত্র ৷ আসার কথা রয়েছে রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস, দিলীপ মন্ডল, তৄণমুল বিধায়ক শওকত মোল্লা সহ আরও একাধিক নেতা ও মন্ত্রীর ৷ এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনা সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র জুড়ে ৷ সোনারপুরের বাইপাস এলাকা সহ প্রতিটি রাস্তাতেই লাগানো হয়েছে ব্যানার ও হোডিং ৷
মোট আটটি দল অংশগ্রহণ করবে ৷ এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাঙলবেড়িয়া, পঞ্চায়েত, পোলঘাট পঞ্চায়েত, কালিকাপুর ১ গ্রাম পঞ্চায়েত, কালিকাপুর ২ গ্রাম পঞ্চায়েত, সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েত, প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ৬টি টিম এবং রাজপুর ও সোনারপুর পৌর এলাকা থেকে ২টি টিম মিলিয়ে মোট ৮টি টিম অংশগ্রহণ করছে ৷ আগামী ২রা ফেব্রুয়ারি রবিবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংস্কৄতিক অনুষ্ঠান ৷