
সোনারপুর – ছোটবেলা থেকেই অনেকেই শখ করে বিভিন্ন ধরনের জিনিস জমাতে পছন্দ করেন ৷ অনেকেই যেমন প্রিয় ফুটবলার অথবা প্রিয় ক্রিকেটারের ছবি জমান তেমন আবার অনেকেরই থাকে বিভিন্ন দেশের ডাকটিকিট ও মুদ্রা জমানোর নেশা ৷ ছোটবেলা থেকেই ডাকটিকিট জমানোর নেশা বাচিক শিল্পী মীরের ৷ সোনারপুরের লাঙলবেড়িয়ায় একটি অনুষ্ঠানে এসে নিজের মুখেই এমন কথা জানালেন তিনি ৷
বনহুগলীতে ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনে সায়নী ঘোষ
এখনও সযত্নে রাখা রয়েছে সেই খাতা ৷ এখন অবশ্য এই খাতা অতি যত্ন করে রাখেন মীরের মা ৷ মীরের যখন নয় বছর বয়স তখন থেকেই সে নানানভাবে ডাকটিকিট সংগ্রহ করত ও তা যত্ন করে খাতায় সাটিয়ে দিত ৷ ডাকটিকিটের মাধ্যমে বিভিন্ন দেশের ইতিহাস, শিল্প, সংস্কৄতি প্রকাশিত হয় ৷ মীরের ছোটবেলার এই নেশা বড় হয়েও কমেনি এতটুকুও ৷ কখনও শো এর কারণে আবার কখনও অন্য কারণে বিভিন্ন সময় বিদেশে যেতে হয় তাকে ৷ এখনও বিদেশে গেলেই সংগ্রহ করেন ডাকটিকিট ৷ বিদেশ থেকে নিজের কাজ সেরে ফিরে এলে সেই ডাকটিকিট স্থান পায় তার সেই ছোটবেলায় কেনা খাতায় ৷