বারুইপুরঃ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরে এক নাবালকের ওপর ভয়ঙ্কর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। আক্রান্ত নাবালকের নাম মোঃ তানভীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মল্লিকপুর গণিমার কাছে হঠাৎই দুজন দুষ্কৃতী তানভীরের উপর চড়াও হয়। তারা ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারতে থাকে তাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নাবালক।
আরও পড়ুনঃ জয়নগরে তৃণমূল নেতা গ্রেফতার, গ্রামবাসীদের বেঁধে পেটানোর পর পুলিশের হাতে তুলে দেওয়া হল
চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তানভীরকে উদ্ধার করে নিয়ে যায় বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে তৎক্ষণাৎ কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করেন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কী কারণে এই হামলা, কারা জড়িত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বারুইপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে।
