কুলপিঃ পুকুরে কুমির! অবিশ্বাস্য হলেও বাস্তবে এমন ঘটনাই ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপির রামকিশোরপুর গ্রামে। মঙ্গলবার রাতে গ্রামবাসীরা গৌতম হালদারের পুকুরে বিশালাকার একটি কুমির দেখতে পেয়ে রীতিমতো চমকে যান। মুহূর্তেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে খবর।
আরও পড়ুনঃ নদী বাঁধে ফের ধস, আতঙ্কে মন্দিরের ঘাট এলাকার বাসিন্দারা
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরটি প্রথমে এক ব্যক্তি দেখতে পান, তারপর অনেকেই ভিড় জমান পুকুরের ধারে। পরে দ্রুত খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের একটি দল এসে বিশেষ ব্যবস্থায় কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিরটির স্বাস্থ্য পরীক্ষার পর তাকে সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্কও ছড়িয়েছে। স্থানীয়দের অনুমান, কয়েকদিন আগে কুলপি এলাকার হুগলি নদীতে একটি কুমির দেখা গিয়েছিল। সম্ভবত সেখান থেকেই জলের স্রোতে বা কূল ভাঙনের কারণে এই কুমিরটি পুকুরে এসে ঢুকে পড়েছে।
রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অনেক বাসিন্দার বক্তব্য, পুকুরের ধারে ছোটরা খেলাধুলা করে, অনেকে পুকুরে স্নানও করেন। এমন অবস্থায় কুমির চলে আসা অত্যন্ত বিপজ্জনক। এই ঘটনার পর বনদপ্তরের কাছে গ্রামবাসীদের আবেদন—পুকুর ও খালে নজরদারি বাড়ানো হোক এবং প্রয়োজন হলে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হোক। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
