বারুইপুরঃ দক্ষিণ ২৪ পরগনায় সরকারি কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে এক ভুয়ো ব্যক্তিকে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। শুক্রবার রাতে ঢোলাহাট থানা এলাকা থেকে ধৃতকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের আসল নাম কালি মোল্লা মির। তবে সে পলাশ দাস নামে নকল আধার কার্ড তৈরি করে প্রতারণার জাল বিস্তার করেছিল।
আরও পড়ুনঃ পাহাড়ে ছুটির দিন, পরিবারের সঙ্গে অনুপমের স্মরণীয় সফর — পাশে ছিল ‘Mad About Travel’
নকল আধার কার্ড ব্যবহার করে সে মোবাইল সিম তুলেছিল এবং নিজেকে কখনও ‘পলাশ দাস’, কখনও ‘পঞ্চানন দাস’ পরিচয়ে পরিচিত করত। এরপর নিজেকে জেলা পরিষদের সঙ্গে যুক্ত কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় সরকারি কাজ পাইয়ে দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে ২০, ৩০ এমনকি ৫০ হাজার টাকা পর্যন্ত দাবি করত। সম্প্রতি মল্লিকপুরে একটি সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পঞ্চায়েতের কিছু সদস্যের কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করে ওই ব্যক্তি। এই ঘটনায় জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের নাম জড়ানো হয়। বিষয়টি জানতে পেরে জয়ন্ত ভদ্র স্বয়ং ১৩ জুন বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এক মাসেরও কম সময়ের মধ্যে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ঠিক কীভাবে প্রতারণা করত, কতজনের কাছ থেকে কত টাকা নিয়েছে এবং এই চক্রে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
জয়ন্ত ভদ্র জানান, “আমি জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলাম এবং থানায় লিখিত অভিযোগ করি। পুলিশকে ধন্যবাদ। অভিযুক্তের উপযুক্ত শাস্তি চাই। কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।”
