নরেন্দ্রপুরঃ স্ত্রীকে বাড়িতে না পেয়ে প্রতিবেশী মহিলার উপর হামলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম নিলয় বিশ্বাস, পেশায় রং মিস্ত্রি। মঙ্গলবার সন্ধেবেলায় কাজ সেরে বাড়ি ফিরে এসে তিনি দেখেন, স্ত্রী বাড়িতে নেই। স্ত্রী কোথায়—এই জানতে পাশের বাড়ির এক মহিলার কাছে খোঁজ নেন তিনি। ওই মহিলা জানিয়ে দেন, তিনি কিছু জানেন না। অভিযোগ, এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নিলয়। ইট দিয়ে প্রতিবেশী ওই মহিলার মাথায় আঘাত করেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ সোনারপুরে নৃশংস খুন — নাতনিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ দাদুর বিরুদ্ধে
চিৎকার শুনে ছুটে আসে তাঁর ১২ বছরের ছেলে। মাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর আহত মহিলা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে—মারধর, খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। স্থানীয়দের দাবি, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক।
