
ডায়মন্ড হারবারঃ দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকার এক বড়সড় চুরির ঘটনার তদন্তে নেমে ডায়মন্ড হারবার পুলিশ জেলার উস্তি থানার পুলিশ ও এসওজি টিম মিলিয়ে বিশাল সাফল্য পেল। প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গহনা ও নগদ টাকা উদ্ধার হয়েছে। ঘটনায় ভিন রাজ্য উড়িষ্যার কোরাপুট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার তিনজন দুষ্কৃতীকে।
আরও পড়ুনঃ ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে উত্তাল সোনারপুর, রাজপথে জনজোয়ার
বুধবার এক সাংবাদিক সম্মেলনে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে জানান, কয়েক মাস আগে উস্তি থানার অন্তর্গত একটি বেসরকারি ব্যাংকের সিএসপি থেকে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেতৃত্ব দেন এসডিপিও সাকিব আহমেদ। তদন্তে উঠে আসে অভিযুক্তরা একটি সংঘবদ্ধ দুষ্কৃতীচক্রের সদস্য, যারা সোনারপুরের একটি সোনার দোকানেও চুরি করেছিল। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, চুরি হওয়া সোনা ও নগদ টাকা উস্তির সংগ্রামপুর এলাকার কাছে একটি জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গহনা ও নগদ ৪০ হাজার টাকা।
ধৃতদের খুব শিগগিরই আদালতে পেশ করে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড (টি আই প্যারেড) করানো হবে। উদ্ধার হওয়া গহনা আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে।