মথুরাপুর: শহীদ দিবসের আগে ফের বিরোধী শিবিরে ধস নামাল তৃণমূল কংগ্রেস। রবিবার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে ২১ জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি নূর সালাম মোল্লা সহ বিরোধী শিবিরের ৩৪ জন জনপ্রতিনিধি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
আরও পড়ুনঃ ৫১ বছরে পা দিল সপ্তপল্লী সার্বজনীন, উল্টো রথে খুঁটি পুজোয় উপস্থিত পৌর পিতা আশীষ দেবরায়
এই কর্মসূচির আয়োজন করেন সুন্দরবন তৃণমূল যুব কংগ্রেস সাংগঠনিক জেলার সভাপতি বাপি হালদার। তাঁর হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন নবাগতরা। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। তৃণমূলে যোগ দিয়ে নূর সালাম মোল্লা জানান, “তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারায় সামিল হতে আমরা এই দলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।” বাপি হালদার বলেন, “এটা প্রমাণ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এই রাজ্যে নেই। মথুরাপুর সহ গোটা সুন্দরবনে একের পর এক বিরোধী কর্মী ও নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন। এটা শুধু রাজনৈতিক পালাবদল নয়, উন্নয়নের পক্ষে মানুষের রায়।” আইএসএফের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে সাধারণ মানুষ তাদের সাথে আছে ৷ এতে দলের কোনও ক্ষতি হবে না ৷
২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে যে প্রস্তুতি চলছে, এই সভা তারই অঙ্গ। কিন্তু প্রস্তুতির পাশাপাশি এই দলবদল তৃণমূলের ঘর গোছানো এবং বিরোধীদের ভিত নাড়িয়ে দেওয়ার কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির মঞ্চে ২১ জুলাইয়ের আগেই এই যোগদান নিঃসন্দেহে শাসকদলের কাছে বড় সাফল্য।
