
জয়নগর পুলিশের হাতে ধৄত সাবির শেখ
জয়নগর – জয়নগরে গৄহবধুকে ধর্ষণ ও খুনের চেষ্টার ঘটনায় গ্রেফতার মুল অভিযুক্ত ৷ ধৄতের নাম সাবির শেখ ৷ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ ৷ মথুরাপুর এলাকা থেকে রবিবার রাতে তাকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা গৄহবধু ৷ তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সুত্রে ৷ তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ অন্যদিকে অভিযুক্তকে গ্রেফতার করে আজ আদালতে পেশ করেছে পুলিশ ৷ পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে দুজনেই বিবাহিত ৷ সোশাল মিডিয়া মারফত দুজনের পরিচয় হয় ৷ তারপর সম্পর্ক নিবিড় হয় ৷ বিয়ের কথা বলে সাবির তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে বলে অভিযোগ ৷ তারপর তাকে ধর্ষণ করে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ ৷ তার চিৎকার শুনে এলাকার বাসিন্দারা তাকে উদ্ধার করে ৷
পুলিশ সুত্রে জানা গিয়েছে অভিযুক্ত সাবির জেরায় জানিয়েছে সে ধর্ষণ করেনি ৷ কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷ নিজেদের হেফাজতে নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান সম্পর্কের অবনতির কারণেই এই ঘটনা ঘটেছে ৷