
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (0.7481771, 0.34012654);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;
নরেন্দ্রপুর: রাত পোহালেই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসবে তারা ৷ এরা সকলেই দৄষ্টিহীন ৷ পরীক্ষার প্রস্ততি ভালো হলেও পরীক্ষার আগে আর সব ছাত্রের মত তাদেরও একটু যেন ভয় করছে ৷ এরা সকলেই নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির ছাত্র ৷ এবার মোট ১৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দা তারা ৷ মিশনেই আবাসিক হোস্টেলের মধ্যে তারা থাকে ৷ সেখানেই চলছে তাদের শেষ মুহুর্তের প্রস্তুতি ৷
আরও পড়ুন:
বোর্ডের নিয়ম অনুযায়ী যেহেতু তাদের দৄষ্টিশক্তি নেই তারা সাথে একজন রাইটার কে নিতে পারে ৷ এদের বলে দেওয়া উত্তর তারা উত্তরপত্রে লেখে ৷ তবে তারা ব্রেইল পদ্ধতিতে নিজেরাই পড়াশুনা করতে পারে ৷ এই পদ্ধতিতেই তারা এতদিন পড়ে এসেছে ৷ কখনও কথনও রেকর্ডারে মাধ্যমেও তাদের পড়াশুনার কাজ চলে ৷ প্রত্যেকেরই সীট পড়েছে কামরাবাদ বয়েজ স্কুলে ৷ যা নরেন্দ্রপুর রামকৄষ্ণ মিশন থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে ৷ মিশনের ঠিক করে দেওয়া বাসে করে পরীক্ষার্থী ও তাদের রাইটাররা সকলেই সুচী অনুযায়ী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবেন ৷
একাধিক প্রতিবন্ধকতা থাকলেও মনের জোরকে সম্বল করে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা সকলেই ৷ মাধ্যমিকের গণ্ডীতে আটকে থাকা নয়, ভালো রেজাল্ট করে যে কোনও কাজে নিজেদের সুদক্ষ করতে চায় তারা ৷