
সোনারপুরঃ সোনারপুর কৄষক সমিতির ডাকে জমি, কৄষক ও গ্রামীণ অর্থনীতি নিয়ে আলোচনা সভার আয়োজন ৷ আগামী ১৯শে ফেব্রুয়ারী বিকাল ৪টা নাগাদ এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে ৷ খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের নয়াবাদের গঙ্গাধরভবনে এই আলোচনাসভা হবে ৷ উপস্থিত থাকবেন সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলি সহ বহু বামনেতা ৷
আরও পড়ুনঃ যৌন হেনস্থার ঘটনায় ধৃতের পুলিশ হেফাজত
আগামী ১৯শে ফেব্রুয়ারী কৄষক আন্দোলনের অন্যতম প্রবাদ প্রতিম নেতা শিবদাস ভট্টাচার্যর ১০৩ম জন্মদিবস ৷ এই উপলক্ষে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি একটি আলোচনাসভারও আয়োজন করা হয়েছে ৷ কলকাতা লাগোয়া সোনারপুর ব্লকের খেয়াদহ অঞ্চল কৄষিপ্রধান এলাকা ৷ এই অঞ্চলের বহু মানুষ এখনও পর্যন্ত চাষবাসের সাথে যুক্ত ৷ বর্তমান পরিস্থিতিতে কৄষকদের আর্থিক অবস্থা কেমন ৷ তারা কোন কোন সমস্যার মধ্যে রয়েছেন ৷ এর থেকে বেরিয়ে আসার কি রাস্তা ৷ কি করলে কৄষকদের আরও উন্নতি করা সম্ভব এইসব নিয়ে এদিনের সভায় আলোচনা করা হবে বলে জানা গিয়েছে ৷
এই আলোচনাসভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ও নিজেদের বক্তব্য রাখবেন বামনেতা সুজন চক্রবর্তী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি, সঞ্জয় পুততুণ্ড, রামশঙ্কর হালদার, সিরাজ খান ৷ এছাড়াও এই সভায় এই অঞ্চলের বামকর্মী সমর্থক সহ এলাকার কৄষকদের উপস্থিত থাকার কথা রয়েছে ৷