
সোনারপুরঃ লোনের মাসিক কিস্তি দিতে না পারায় বাড়ি থেকে এক বৄদ্ধাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ একটি ফাইনান্স কোম্পানির বিরুদ্ধে ৷ দীর্ঘক্ষণ তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ ৷ মারধর করা হয় বলেও অভিযোগ ৷ ঘটনায় ফাইনান্স কোম্পানীর বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তারা ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুনঃ হিমাচলপ্রদেশের ছিকা গ্রামে পৌঁছাল সোনারপুর আরোহীর পর্বতারোহী দল
বৄদ্ধার ছেলে দেবাশিস বিশ্বাস জানান এক মাস লোনের কিস্তি মেটাতে দেরী হওয়ায় তাকে নানানরকম হুমকির মুখে পড়তে হচ্ছিল ৷ পাশাপাশি কয়েকজন বাইকে করে এসে তার মাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি ৷ একলক্ষ টাকা তারা মাস পাঁচেক আগে লোন নিয়েছিল ৷ তারই এক মাসের কিস্তির টাকা বাকি ছিল ৷ এর আগে এই সংস্থা থেকে দুবার লোন নিয়েছিল তারা ৷ প্রথমবার ৩০ হাজার টাকা ও পরেরবার ৫০ হাজার টাকা নেয় তারা ৷ দুবারই লোন পরিশোধ করে দেয় ৷ ফের তাদের ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য বারবার ফোন করা হয়েছিল ৷ তাদের প্রয়োজন থাকায় ১ লক্ষ টাকা তারা লোন দেয় ৷ নিয়মিত কিস্তিও মেটাচ্ছিল তারা ৷ ফেব্রুয়ারি মাসের কিস্তির টাকা এখনও পর্যন্ত দিতে পারেনি তারা ৷ মার্চ মাসের ১৫ তারিখের মধ্যে কিস্তির টাকা তারা পরিশোধ করবেন এই লিখিত আশ্বাসে তাদের ছাড়া হয় ৷
এই ঘটনায় গড়িয়ায় ফাইনান্স কোম্পানীর অফিসে যোগাযোগ করা হলেও তারা কিছু বলতে রাজি হননি ৷ অন্যদিকে লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷