
সোনারপুরঃ প্রায় একশো বছরের পুরানো এই মন্দির ৷ এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের ৷ ভগ্নপ্রায় দশা হয়েছিল মন্দিরের ৷ এলাকার বাসিন্দারা মন্দির সংস্কারের দাবি জানিয়েছিলেন ৷ তাদের দাবিকে মান্যতা দিয়ে শুরু হয় মন্দির সংস্কারের কাজ ৷ মাঘী পুর্ণিমার আগেই মন্দিরের উদ্ধোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ৷
ভিডিও দেখুনঃ https://youtu.be/bWS21xYrKIU?si=zpyeJrTWcYk7boWZ
মন্দিরের নতুন রুপে সংস্কার হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা ৷ তারা জানিয়েছেন মন্দিরের সংস্কারের বিষয়টি তারা ১০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা টুম্পা সরকারকে জানিয়েছিলেন ৷ তার চেষ্টায় বিধায়ক লাভলী মৈত্রর উদ্যোগে ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের আর্থিক সহায়তায় এই মন্দিরের সংস্কারের কাজ সম্পন্ন হয় ৷ এলাকার বাসিন্দাদের কাছে এই মন্দির অত্যন্ত জাগ্রত ৷ স্থানীয় বাসিন্দারা তো বটেই অনেক দুর থেকেও এখানে পুজো দিতে আসেন ভক্তরা ৷ মন্দিরের পুরোহিত আদিত্য চক্রবর্তী জানান এবার শিবরাত্রি আরও বড়ো করে করার পরিকল্পনা রয়েছে ৷ চতুর্দশীর সকাল থেকেই বাবার মাথায় জল ঢালার কাজ শুরু হয়ে যায় ৷ এছাড়া প্রতিদিন নিত্যসেবার পুজো করা হয় ৷ বিশেষ বিশেষ দিনেও এখানে বড় করে পুজো হয় বলে জানান তিনি ৷
স্থানীয় বাসিন্দা রেখা মন্ডল জানান এই মন্দির সুন্দর করে সাজিয়ে তোলায় তারা খুবই খুশি ৷ নিয়ম মেনে নীলের বাতি ও শীবের পুজোর আয়োজন করা হয় বলে জানান তিনি ৷ দুরদুরান্ত থেকেও অনেকেই এখানে পুজো দিতে আসেন, যারা একবার আসেন তারা বারবার এখানে পুজো দিতে আসেন বলে জানালেন এলাকার বাসিন্দা আভা দত্ত ৷