সোনারপুর: স্কুল জীবনের প্রেম পরিণতি পেয়েছিল বিয়েতে। সেই সম্পর্কেই এবার নতুন মোড়। রাজপুর সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মন্ডল ও তাঁর স্ত্রী মিতালি মন্ডল ৩৩ বছরের বিবাহ বার্ষিকী পালন করলেন এক ছাদের তলায়, সম্প্রতি অশান্তির ছায়া কাটিয়ে।
জানা গিয়েছে, গত ২৫শে জুন মিতালি দেবী নরেন্দ্রপুর থানায় স্বামী রঞ্জিতবাবুর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন। সম্পর্কের সেই জটিলতা কাটিয়ে অবশেষে ১৬ই জুলাই নিজের বাড়িতেই বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে একত্রিত হলেন দুজনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারাও। রঞ্জিত মন্ডল জানান, তাঁদের বিয়ে হয় যখন তিনি ছিলেন মাত্র ১৪-য়, মিতালিদেবীর বয়স তখন ১১। এর আগেই তিন বছরের প্রেমপর্ব। রঞ্জিতবাবু তখন কামরাবাদ বয়েজ স্কুলের ছাত্র। মিতালি পড়তেন রাসমনি বালিকা বিদ্যালয়ে। ছোটবেলার প্রেমই তাঁদের বিয়ের ভিত্তি গড়ে দেয়। আজ তাঁদের একমাত্র মেয়ে ডাক্তারি পড়ছেন। পরিবারের অভ্যন্তরীণ সমস্যা যে কোনো সম্পর্কে হতে পারে। কিন্তু পরস্পরের প্রতি বিশ্বাস, দীর্ঘ সময়ের স্মৃতি আর মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই তারা আবার কাছাকাছি এসেছেন।
বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিবেশীরাও খুশি। অনেকেই বলেন, ‘‘দাম্পত্যে সমস্যা থাকতেই পারে। কিন্তু সেটা মিটিয়ে আবার একসঙ্গে থাকা সত্যিই উদাহরণযোগ্য।’’ সোনারপুর আপডেটের পক্ষ থেকে রঞ্জিত ও মিতালি মন্ডলকে রইল অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
