
বারুইপুরঃ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনা ৷ ঘটনায় আহত তিন ছাত্র ৷ একজনকে গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ তারা দুজনেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়েছে বলে বারুইপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বারুইপুরের শাঁখারি পুকুরের কাছে ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ৷
আরও পড়ুনঃ বিরোধী দল করায় পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুত্রে জানা গিয়েছে ধপধপি এলাকার বাসিন্দা ও ধপধপি হাইস্কুলের তিন ছাত্র রোহিত মন্ডল, সায়ন মন্ডল ও সাহেব মন্ডল ৷ আজ তাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ছিল ৷ আজই তাদের পরীক্ষার শেষ দিন ৷ পরীক্ষা চলাকালীন প্রতিদিনই তারা তিনজনে মিলে বারুইপুরের মদারাট পপুলার অ্যাকাডেমিতে পরীক্ষা দিতে আসত ৷ আজকেও তারা একসাথে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে আসার জন্য রওনা দেয় ৷ জানা গিয়েছে একটি অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের ৷ তার জেরেই এই দুর্ঘটনা ঘটে ৷
স্থানীয় বাসিন্দারাই তাদের উদ্ধার করে ৷ খবর দেওয়া হয় বারুইপুর থানায় ৷ খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে ৷ রোহিত মন্ডলের আঘাত গুরুতর হওয়ায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ খবর পেয়ে দৌড়ে আসে তার পরিবারের লোকেরাও ৷ কি করে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে বারুইপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷