
সোনারপুর – প্রতিবছরই সাড়ম্বরে সরস্বতী পুজোর আয়োজন করা হয় হরিনাভী সরস্বতী পুজা পরিচালন সমিতির পক্ষ থেকে ৷ এবারও তার ব্যাতিক্রম হয়নি ৷ এবার ২১ তম বর্ষে পড়ল তাদের এই পুজো ৷ এই পুজো উপলক্ষে প্রতিদিনই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও এই পুজোয় মিলিতভাবে যোগদান করেন ৷
ফলো লাইক শেয়ার করুন :
ফেসবুক পেজ : https://www.facebook.com/share/19tkZzqKjd/
ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@SonarpurUpdate
ওয়েবসাইট – https://sonarpurupdate.com/
হরিনাভি সরস্বতী পূজা পরিচালন সমিতি,আয়োজিত এবারের সরস্বতী উৎসবের উদ্ধোধন করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মাননীয় শুভাশীষ চক্রবর্তী ৷ উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মনময় মহারাজ , রাজপুর সোনারপুর পুরসভার ১৮ নং ওয়ার্ডের পৌরমাতা কুহেলী ঘোষ ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব সরকার ৷ প্রতিবছরই জাঁকজমকপুর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজোর শুভসুচনা করা হয় ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷
সংগঠনের সভাপতি শ্রী তোতন ভট্টাচার্য জানান সরস্বতী পুজো উপলক্ষ্যে একশো জন ছাত্র-ছাত্রীর হাতে খাতা বই তুলে দেওয়া হয় ৷ এছাড়া শিক্ষকদের সম্বর্ধনা দেওয়া হয় ৷ ছাত্র ও শিক্ষকের মধ্যে যাতে নিবিড় সম্পর্ক তৈরি হয় তারজন্যই এই উদ্যোগ বলে জানান তিনি ৷ পুজো উপলক্ষে এলাকার বাসিন্দাদের নিয়ে সাংস্কৄতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ৷ সভাপতি তোতন ভট্টাচার্য জানান শুরু সরস্বতী পুজো নয় সারাবছর ধরেই তারা নানান সামাজিক সেবামুলক কাজ করে থাকেন ৷