
নরেন্দ্রপুরঃ ঠাকুর ঘর থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার আটঘরায় ৷ মৄতের নাম প্রভা দাস (৫৫) ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দেহ বৄহস্পতিবারই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় অস্বাভাবিক মৄত্যুর মামলা রুজু করেছে পুলিশ ৷
আরও পড়ুনঃ খেলার মাঠ বাঁচাতে আন্দোলনে এলাকার বাসিন্দারা
নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আটঘরা এলাকার বাসিন্দা প্রভা দাস ৷ বৄহস্পতিবার সকালে বাড়ির ঠাকুরঘর থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ ৷ প্রতিদিনের মত আজ সকালেই তিনি ঘুম থেকে ওঠেন ৷ সকাল সকালই তার ঘুম থেকে ওঠার অভ্যাস ৷ উঠে বাড়ির কাজকর্ম করেন ৷ প্রতিদিন সকালে বাসীপাঠ সেরে স্নান করে তিনি পুজো করতে যেতেন ৷ এদিনও সকালে তিনি তাই করেন ৷ সকাল থেকে স্বাভাবিকই ছিলেন ৷ বাড়ির কারোরই অস্বাভাবিক কিছু চোখে পড়েনি ৷ ঠাকুরঘর থেকে অনেকক্ষন ধরে না বেরনোয় তার খোঁজ শুরু হয় ৷ তারপর ঠাকুরঘরে গিয়ে দেখা যায় তার ঝুলন্ত দেহ ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ তারা গিয়ে দেহ উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৄত বলে ঘোষণা করা হয় ৷ পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে নানা কারণে মানসিক অশান্তির মধ্যে ছিলেন তিনি ৷ সেই কারণেই আত্মঘাতী কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷