সোনারপুরঃ সুভাসগ্রামে নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট — শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ছোট্ট প্রত্যুষা কর্মকারকে। খুনের পর ধারালো কোনও বস্তু দিয়ে তার শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছে। তবে যৌন নির্যাতনের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে চিকিৎসকেরা। পুলিশ সূত্রে খবর, এই ভয়াবহ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রত্যুষার দাদু প্রণব ভট্টাচার্যকে।
প্রণববাবু বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। বার্ধক্যজনিত নানান রোগে ভুগছেন তিনি, রয়েছে শ্বাসকষ্টও। চিকিৎসাধীন অবস্থাতেই আজ তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, প্রণববাবু সাধারণত শান্ত, চুপচাপ মানুষ হলেও, নাতনির দুষ্টুমি বা চিৎকার-চেঁচামেচি একেবারেই সহ্য করতে পারতেন না। মাঝে মধ্যেই নাতনিকে বকাঝকা কিংবা মারধর করতেন বলেও প্রতিবেশীদের দাবি।
সম্প্রতি একাধিকবার নাতনিকে মারধর করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। প্রণববাবুর এই আচরণে বিরক্ত হচ্ছিলেন তার মেয়েও ৷ ফের মেয়েকে মারধোর করলে, প্রণববাবুকে হাসপাতালে ভর্তি রাখার কথাও বলা হয়। তার পর থেকেই আরও গুটিয়ে যান তিনি। প্রাথমিক অনুমান, শনিবার দুপুরে প্রত্যুষা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পরই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে খুন করা হয় শিশুটিকে। ঘটনার পর গোটা সোনারপুর এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে।
