
সোনারপুর – পশ্চিমবঙ্গ জুড়ে ২৪শে জানুয়ারি থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে ৷ মানুষকে পরিষেবা দিতে এই ক্যাম্প চালানোর পাশাপাশি রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলেন সরকারি কর্মীরা ৷ দুয়ারে সরকারের ক্যাম্পের মধ্যে আয়োজন করা হল রক্তদান শিবিরের ৷ সেই ক্যাম্পে রক্ত দিলেন সরকারি কর্মীরা ৷ তাদের দেখাদেখি বহু মানুষও রক্ত দিতে এগিয়ে আসেন ৷ এই উদ্যোগ নেওয়ায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা ৷
সোনারপুরে দুয়ারে সরকার ক্যাম্পে জেলাশাসক
সোনারপুর ব্লকের অন্তর্গত বনহুগলী ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয় ৷ পঞ্চায়েত অফিসের পাশেই এই শিবিরের আয়োজন করা হয় ৷ শিবিরকে সফল করতে পঞ্চায়েত অফিসের কর্মী থেকে আরম্ভ করে জনপ্রিতিনিধা সকলেই পরিশ্রম করেন ৷ ক্যাম্প শুরু হওয়ার সাথে সাথেই এলাকার বহু বাসিন্দা এই ক্যাম্পে আসেন ৷ সরকারি নানান পরিষেবা দেওয়ার জন্য যেমন ক্যাম্প করা হয়েছিল তেমনই রক্তদান শিবিরের জন্যও ক্যাম্প করা হয় ৷ সোনারপুর ব্লক হাসপাতালের সহায়তায় এই শিবিরের আয়োজন করা হয় ৷
দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যেই রক্তদান শিবিরকে সফল করতে সেখানে রক্তদেন সরকারি কর্মীরা ৷ এগিয়ে আসেন জনপ্রতিনিধিরাও ৷ এর পাশাপাশি সাধারণ মানুষও রক্তদান করেন ৷ দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে রক্তদান শিবিরের আয়োজন এমন উদ্যোগ রাজ্যে প্রথম বলেই প্রশাসন সুত্রে জানা গিয়েছে ৷ প্রায় ৫০ জনের মত রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন ৷