
বারুইপুরঃ বারুইপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে পাশাপাশি দুই জায়গায় চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ৷ একটি গোডাউন ও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনার জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷
আরও পড়ুনঃপ্রকাশ্যে জলাভুমি ভরাটের অভিযোগ
দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে ৷ বারুইপুর পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ার জনবহুল এলাকার একটি ইলেকট্রিকের গোডাউন ও বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । ইলেকট্রিকের গোডাউন থেকে লক্ষাধিক টাকার জিনিস চুরি গিয়েছে। গোডাউনের শাটার ভেঙে ও গেটে তালা ভেঙে চুরি করা হয়েছে ইলেকট্রিকের সরঞ্জাম। গোডাউনের পাশেই একটি বাড়ির গেট ও দরজার তালা ভেঙে চুরি করা হয়েছে লক্ষাধিক টাকার সোনার গয়না ও অন্যান্য জিনিসপত্র। ঘরে সিসিটিভি ক্যামেরা থাকায় তার চিপ খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। জনবহুল এলাকায় পরপর দু জায়গায় চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা।
এলাকার বাসিন্দাদের অভিযোগ মাঝেমধ্যেই বহিরাগতরা আসে ৷ কোথা থেকে তারা কি কারণে এখানে আসেন তা পরিষ্কার নয় ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকার একটি অংশ জঙ্গল হয়ে থাকায় দুষ্কৄতিদের তাণ্ডব হয় ৷ বছরে মাঝেমধ্যেই এইভাবে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পৌরপিতা আশিস দেবরায় ৷ তিনি বলেন আরও বেশী নজরদারির ব্যবস্থা যাতে করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এছাড়া বিভিন্ন জায়গায় যাতে সিসিটিভি লাগানো হয় সেটিও তিনি দেখছেন বলে জানান ৷