রাজপুর–সোনারপুরঃ রাজপুর সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে বিবেক সরোবরের প্রাঙ্গণ যেন ভরে উঠল আস্থা, বিশ্বাস ও ঐতিহ্যের ছোঁয়ায়। আয়োজিত হল গঙ্গাপুজো—এলাকার অন্যতম ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। এবারের গঙ্গাপুজো ১৬ তম বর্ষে পদার্পণ করল, আর এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন স্থানীয় পৌরপিতা বরুণ সরকার।
আরও পড়ুনঃ বারুইপুরে চাঞ্চল্য: বাঁশবাগানে মহিলার গলাকাটা দেহ উদ্ধার, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার পুরুষ
শ্রীপুর অধিবাসীদের পরিচালনায় পুজোর যাবতীয় আনুষ্ঠানিকতা সূর্যোদয়ের পর থেকেই শুরু হয়। সকাল থেকেই ভক্তদের ঢল নামে পুজো প্রাঙ্গণে। গঙ্গামায়ের পুজোয় অঞ্জলি দিতে হাজির হন বিভিন্ন বয়সের নারী–পুরুষ। সন্ধ্যাবেলায় আয়োজিত হয় গঙ্গা আরতি, যা দেখতে দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় করেন। দীপ্ত আলো, ধূপ–ধুনো আর মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। তিনি পুজো মঞ্চ থেকে সকলকে শুভেচ্ছা জানান এবং সমাজে এমন সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার বার্তা দেন। পৌরপিতা বরুণ সরকার জানান, “এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, এটি এলাকার মানুষের মিলনের উৎসব। প্রতিবছরই এলাকাবাসীর আগ্রহ ও সহযোগিতায় গঙ্গাপুজো আরও সমৃদ্ধ হচ্ছে।”
গঙ্গাপুজোর এই অনুষ্ঠান রাজপুর–সোনারপুর অঞ্চলের সংস্কৃতির অন্যতম পরিচয় হয়ে উঠেছে। ধর্মীয় আবেগের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সংহতির বার্তাও বহন করে চলেছে এই পুজো। গঙ্গার আরতিতে ভক্তদের চোখেমুখে ছিল ভক্তি ও আনন্দের ছাপ। বিবেক সরোবর যেন নতুন করে হয়ে উঠেছিল এক পূণ্যতীর্থ।
