
সোনারপুরঃ সোনারপুর থানা এলাকার অভিজাত আবাসনে ফের কল সেন্টারের হদিস ৷ গ্রেফতার দুই ৷ ধৄতদের শনিবার দুপুরে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ ৷ আদালতের নির্দেশে দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷
আরও পড়ুনঃমহিলাদের উপর হামলার ঘটনায় গ্রেফতার এক
গোপনসুত্রে খবর পেয়ে বারুইপুর সাইবার ক্রাইম থানা, বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও সোনারপুর থানা যৌথ অভিযান চালায় সোনারপুর থানা এলাকার বাইপাসের ধারে একটি অভিজাত আবাসনে ৷ অভিযান চালিয়ে একটি ফ্ল্যাট থেকে নাভেদ আহমেদ ও মহম্মদ রাজ ওরফে আফরোজ নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ ৷ দুজনেই নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করত বলে জানা গিয়েছে ৷ সোনারপুরের এই আবাসনে ফ্ল্যাটের মধ্যে চলছিল কল সেন্টার ৷ মুলত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিভিন্ন বহুজাতিক সংস্থার নানান পন্যের লোভ দেখিয়ে তাদের সাথে প্রতারণা করা হত ৷ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেই টাকা ভারতে আসত বলে জানতে পেরেছে তদন্তকারীরা ৷
ঘটনাস্থল থেকে ব্যাঙ্কের নথিপত্র, মোবাইল সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ কাগজ বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখছে সোনারপুর পুলিশ ৷ গত সপ্তাহেই এই আবাসনে একটি কল সেন্টারের হদিস পায় পুলিশ ৷