
সোনারপুরঃ অরিজিত দে সরকার, সন্দীপ হালদার, অমিত ভট্টাচার্য, সমীর নাথ, অভিষেক দত্ত সোনারপুরের পঞ্চপাণ্ডব বলা চলে এদের ৷ প্রত্যেকেই ভিন্ন পেশার সাথে যুক্ত ৷ সেইসমস্ত পেশার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারাই তৈরি করে ফেলেছেন সোনারপুরে প্রথম ইকো ক্যাফে ৷ নিজেদের উদ্যোগে সবুজে ঘেরা এমন একটি ক্যাফে যে কারোরই দৄষ্টি আকর্ষন করতে পারে ৷ প্রতিটি ক্ষেত্রে রয়েছে নিজস্বতার ছাপ ৷ পাঁচজনের স্বপ্নকে বাস্তব ভাবনা দিয়ে তারা তৈরি করেছেন স্বপ্নের এক জায়গা ৷
পুরো ভিডিও দেখতে ক্লিক করুন লিঙ্কেঃ https://www.youtube.com/watch?v=2w2UzLUM_4Y
তাদের এই কাজকে এককথায় বলা যায় সবুজের সমারোহ ৷ যেখানে যে কেউ গিয়ে প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটাতে পারেন ৷ এখানে এলে পাবেন শান্ত নিরিবিলি পরিবেশ, সুন্দর একটা নার্সারী যেখানে নানান ধরনের পছন্দের ও শখের গাছ পাবেন ৷ রয়েছে ফার্ম ৷ চারিদিকে সবুজে ঘেরা পরিবেশে কানে আসবে বিভিন্ন পাখির সুরেলা আওয়াজ ৷ এইরকম একটি জায়গা রয়েছে সোনারপুরের বোসপাড়া-পাশ্চাত্যপাড়ায় ৷ সোনারপুর ও রাজপুর থেকে অনায়াসে অটোতে যেতে পারবেন ৷ নিজের বাইক বা গাড়িতে গেলেও পার্কিংয়ের জায়গা রয়েছে ৷ নাম তিতলিস ক্যাফে ৷ যা একটি সম্পুর্ণ ইকো ক্যাফে ৷ ভেতরে ঢুকলে রয়েছে আলাদা ফ্যামেলি লন, মন্দির, দোলনা, পছন্দসই বসার জায়গা আর সাধ্যের মধ্যে ইণ্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ খাবার ৷
জন্মদিনের পার্টি, বিবাহ বার্ষিকী সহ এইরকম আরও নানান বিষেষ দিনের আয়োজন করতে পারেন এখানেই ৷ আপনার বিশেষ দিনটি পালনের জন্য বিশেষভাবে সাজিয়ে দেবেন এনারাই ৷ পছন্দসই খাবারের অর্ডার দিলে এখানেই তা তৈরি করে দেওয়া হবে ৷ তবে বাইরের খাবার এখানে আনা যাবে না ৷ যোগাযোগ করতে ফোন করুন ৯১৬৩৫৭৫৩২৩/৮৯০২৬৪৫৩৫১ ৷